'ফ্রেঞ্চ কিস'- নাম শুনে ফরাসি মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু, শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 'ফ্রেঞ্চ কিস' বলে কোন বস্তু যে পৃথিবীতে রয়েছে, তা অধিকাংশ ফরাসিই জানেন না। তারা 'ফ্রেঞ্চ কিস'কে ‘ইংলিশ কিস’ বলেই জানেন। আর তাদের নিজস্ব ভাষায় এই চুম্বনের নাম ‘গালোঁসে’।
এখন প্রশ্ন কিসের সঙ্গে ফ্রেঞ্চ শব্দটা আসলো কিভাবে? প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সে যাওয়া ব্রিটিশ ও আমেরিকান সেনারা দেখেছিলেন ফরাসি নারী ও পুরুষদের চুমু খাওয়ার রীতি খুবই আবেগপূর্ণ। দু'জনেই দু’জনের ঠোঁটে ঠোঁট দৃঢ় করে চেপে দিয়ে মুখের মধ্যে জিভ ঢুকিয়ে দেয়। এই কামোত্তেজক চুম্বনকে ব্রিটিশ ও আমেরিকান সেনারা নাম দেন 'ফ্রেঞ্চ কিস'।
এর পরে ব্রিটিশ ও আমেরিকান সেনার দল যখন দেশে ফেরে, তখন তাদের সঙ্গিনীরা তাদের অভর্থ্যনা জানাতে এলে ওই সব সেনারা ফরাসিদের কায়দায় তাদের বান্ধবীদের চুমু দেন। আর সেই থেকে ধীরে ধীরে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে ‘ফ্রেঞ্চ কিস’-এর নাম। ফরাসিরা জানতেও পারেন না, তাদের চুম্বনকে আমেরিকান ও ব্রিটিশরা এই নাম দিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৯ জুলাই, ২০১৬/মাহবুব