প্রথম দেখা যেকোনো ক্ষেত্রেই বেশ গুরুত্বপূর্ণ। অদেখা বন্ধুর সাথে দেখার করা কিংবা চাকরির ইন্টারভিউ সবক্ষেত্রেই প্রথম দেখার বিষয়ে সচেতনতা জরুরি।
আত্মবিশ্বাস: নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে দেখবেন অন্যরাও আপনার প্রতি বিশ্বাস স্থাপন করছে।
স্থির থাকুন: নিজেকে শান্ত রাখুন। কথা বলায়, চলাফেরায় সচেতন থাকুন। নিজস্বতা হারাবেন না।
বডি ল্যাঙ্গুয়েজ: সবক্ষেত্রেই বডি ল্যাঙ্গুয়েজ খুব জরুরি। কোনও পরিস্থিতিতেই রুঢ় হবেন ন। বন্ধুত্বপূর্ণ আচরণ করুন।
স্বাভাবিক থাকুন: দাঁত দিয়ে নখ কাটা কিংবা বার বার চুলে আঙুল চালানো আপনার আত্মবিশ্বাসের ক্ষেত্রে প্রশ্ন তুলবে। তাই স্বাভাবিক থাকুন।
পরিচ্ছন্নতা: পরিচ্ছন্ন থাকুন। পরিষ্কার জামাকাপড় পড়ুন। সতেজ থাকুন। সুগন্ধি ব্যবহার করতে পারেন।
হাসিখুশি থাকুন: হাসিখুশি থাকলে তা আপনার ব্যক্তিত্বে অন্যমাত্রা যোগ করতে পারে। তাই হাসুন, মন ভালো রাখুন।
ফোকাস ঠিক রাখুন: আপনার সামনে যিনি বসে আছেন আপনার ফোকাস তার দিকেই রাখুন। অন্যমনস্ক হবেন না।
বিডি-প্রতিদিন/ ০৭ আগস্ট, ২০১৬/ আফরোজ