সম্পর্ক এবং যৌনতা খুব কাছাকাছি দুটি শব্দ। যেন মুদ্রার এপিঠ ওপিঠ৷ এদের কখনোই আলাদা করা যায় না আর যাবেও না৷ যদি কোনও কারণে আপনার যৌন জীবনে ছেদ পড়ছে বা সমস্যা হয়, তাহলে আপনি ধরেই নিতে পারেন, অবধারিতভাবেই এর প্রভাব আপনাদের সম্পর্কের ওপরও পড়বে৷
যৌনজীবন নিয়ে কম বেশি সকলেরই ফ্যান্টাসি থাকে৷ আর বিয়ের পর যৌনতা যেন বৈধতা পায়৷ এমতাবস্থায়, যদি তাতে বাধা পড়ে কোনও কারণে, দিনের পর দিন, তাহলে তা সম্পর্কেও ইতি টেনে দেয়৷ যদিও ব্যতিক্রম রয়েছে বহু ক্ষেত্রে৷ সম্প্রতি একটি ওয়েবাসাইটের গবেষণা থেকে একথা বলা যায় যে, বেশিরভাগ দাম্পত্য জীবনের সমস্যা অথবা সম্পর্কে বিশ্বাসঘাতকতার মূলে রয়েছে যৌনজীবন নিয়ে অসন্তোষ৷
এই গবেষণায় ৬০শতাংশ পুরুষ এবং ৪৫শতাংশ বিবাহিত নারীরা জানান যে, তারা তাদের পার্টনারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন৷ শুধু তাই নয়, তারা এও জানান, তাদের যৌন চাহিদায় তাদের সঙ্গী বা সঙ্গিনী সাড়া না দিলে, বা সন্তুষ্ট না করতে পারার পরেই এমন পদক্ষেপ তারা নিয়ে ফেলেছেন৷ এমনকি এক ব্যক্তি জানান, তিনি তার স্ত্রীয়ের সঙ্গে রুমমেটের মতো থাকেন, তাদের মধ্যে কোনও ভালোবাসার সম্পর্ক নেই৷
গবেষণা থেকে একটা কথা স্পষ্টভাবেই বলাই যায় যে, বেশিরভাগ জনই মনে করেন, যৌন সম্পর্ক ভালোবাসার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে৷ আর এই যৌনতা যখন সেই সম্পর্ক থেকে পাওয়া যায় না, তখনই মানুষ বাইরে বিকল্প রাস্তা খোঁজে৷
সূত্রঃ কলকাতা টোয়েন্টিফোর সেভেন
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৫