মুখের ত্বক আমাদের সকলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। তবে শত সচেতনতার পরও অনেক সময় মুখে ছোট ছোট দাগ দেখা যায়। সাধারণত রোদে পুড়ে কিংবা নিজের অজান্তে র্যাশে নখ লাগানোর ফলে মুখে এমন দাগ দেখা যায়। খুব দ্রুতই আপনি আপনার মুখের দাগ দূর করতে পারবেন। দাগ দূর করার সহজ কিছু উপায়-
১. কমলালেবুর খোসা গুড়ো করে নিন। এরপর এক চা চামচ কমলালেবুর খোসার গুড়োর সঙ্গে অর্ধেক চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি দাগের উপর লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। টানা চার থেকে পাঁচদিন এই মিশ্রণটি লাগালে দূর হবে মুখের দাগ।
২. অর্ধেক চা চামচ মুসুরির ডালের বেসনের সঙ্গে ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। সারা মুখে তা লাগিয়ে রেখে দিন অন্তত ১৫ মিনিট। এতে মুখের ছোপ ছোপ দাগ দূর হবে।
৩. পাকা পেঁপে ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকর। এর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে নিন।
৪. ডাবের জল ফ্রিজে রেখে বরফ করে নিন। শুতে যাওয়ার আগে দাগের ওপর বরফের টুকরো ঘষে নিন।
৫. পুদিনাপাতার পেস্ট দাগের উপর লাগিয়ে রাখলে দ্রুত মুখের দাগ সেরে যায়।
বিডি-প্রতিদিন/১৫ জুলাই, ২০১৭/ওয়াসিফ