মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (BSOM) ২০২৫-২০২৬ সালের জন্য তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
নতুন কমিটি মালয়েশিয়ার বিভিন্ন প্রখ্যাত বিশ্ববিদ্যালয় যেমন MMU, APU, UPM, UM, UCSI, Taylor’s University, Perdana University এবং আরও অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে।
নতুন কমিটিতে আশাদুল্লাহ আল গালিব রাব্বি (MMU) সভাপতি এবং সায়েদা তাসমিয়া হুসেইন (APU) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সভাপতি আশাদুল্লাহ আল গালিব রাব্বি বলেন, ‘আমরা এই দায়িত্বকে সম্মানের সাথে গ্রহণ করছি এবং আশা করি BSOM-এর মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশের শিক্ষার্থীরা আরও সুসংগঠিত, সহায়ক ও ঐক্যবদ্ধ হবে।’
সাধারণ সম্পাদক সায়েদা তাসমিয়া হুসেইন বলেন, ‘এই কমিটির প্রতিটি সদস্য শুধু নেতৃত্ব দিতে নয়, বরং কিছু নতুন সৃষ্টি ও ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে। আমরা BSOM-কে এমন এক প্ল্যাটফর্মে পরিণত করতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থীর গল্প, প্রতিভা ও স্বপ্ন গুরুত্ব পাবে। সামনের দিনগুলোতে আমরা আরও ইভেন্ট, নতুন মিডিয়া ইনিশিয়েটিভ এবং স্টুডেন্ট ব্র্যান্ডিং-এ ফোকাস করব—যাতে সবাই নিজের পরিচয় নিয়ে গর্ব করতে পারে।’
নতুন কমিটি শিক্ষা, সংস্কৃতি, কল্যাণ ও ক্যারিয়ার সহায়তার উপর ভিত্তি করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। সকল বাংলাদেশি শিক্ষার্থীকে এসব কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ