বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের নানা দেশের কূটনৈতিকদের সম্মানে মঙ্গলবার সন্ধ্যায় আবুধাবির স্থানীয় এক হোটেল বলরুমে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে আবুধাবির বাংলাদেশ দূতবাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি কূটনৈতিকদের সামনে তুলে ধরেন আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েগ। তিনি আমিরাত সরকারের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিক ও সরকারের প্রতি শুভেচ্ছা জানান।
আমিরাতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্রতি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে এখন নতুন পরিস্থিতি বিরাজ করছে। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আগষ্ট বিপ্লবের পরে বাংলাদেশে এ প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। আমরা সংযুক্ত আরব আমিরাতে একটি ক্ষুদ্র বাংলাদেশ ভূখণ্ডের মতো এখানেও বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে স্বাধীনতা দিবস পালন করেছি।
তিনি বাংলাদেশ কমিউনিটিকে উদ্দেশ্য করে বলেন, আগে যেভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছি আগামীর দিনেও সেভাবে নিজেদের দেশকে অত্যন্ত সুশৃঙ্খল জাতি হিসেবে এ দেশের মানুষের কাছে উপস্থাপন করতে পারবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় অনুষ্ঠানে বিদেশি কূটনৈতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন নেতৃবৃন্দ ও সাংবাদিকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে এক বর্ণাঢ্য রিসিপশন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্নসহ বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ