নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করলে সেবাসংযোগ বিচ্ছিন্নসহ উচ্চ জরিমানা করার কথা জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
গতকাল রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
রাজউক চেয়ারম্যান বলেন, প্রথমে ভবনের নকশার ব্যত্যয়কারীকে সতর্ক করা হবে। তিনি ঠিক না হলে তার সেবাসংযোগ বিচ্ছিন্ন করা হবে। এর পরও তিনি সঠিক নিয়মে কাজ না করলে তার ভবন সিলগালা করা হবে। প্রয়োজনে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে। তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধদের জীবনের বিনিময়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে। এ সুযোগ হাতছাড়া করা যাবে না। সবাই মিলে কাজ করতে হবে। তিনি জানান, তাঁর ক্যারিয়ার প্রাইভেট সেক্টরের। নতুন সরকার তাঁকে ঢাকাকে বাসযোগ্য করার দায়িত্ব দিয়েছে। এ কাজটি তিনি সততার সঙ্গে পালন করতে চান। আর ভবন নির্মাণবিষয়ক নকশার ব্যত্যয়কারীদের বিরুদ্ধে তাঁর অবস্থান জিরো টলারেন্স থাকবে। রাজউক এখন ৩ হাজার ৩৮২টি ব্যত্যয়যুক্ত ভবন চিহ্নিত করে সেসব সংশোধনের কার্যক্রম অব্যাহত রেখেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মশা এবং বর্জ্য সিটি করপোরেশনের বড় সমস্যা। পাশাপাশি জলাবদ্ধতা, সড়ক ও ফুটপাত প্রশস্তকরণ কাজও সিটি করপোরেশন করছে। এখন থেকে রাজউক ও সিটি করপোরেশন জনসেবা নিশ্চিতে একযোগে কাজ করবে। সভায় পূর্ব রাজাবাজারের স্থানীয় বাসিন্দা, রাজউক, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।