চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুরে রাতের অন্ধকারে এক নারীর ওপর লাঠি-কিরিচ নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, ওই নারীর ওপর লাঠি-কিরিচ নিয়ে হামলা করছে সন্ত্রাসীরা। এসময় পাশে থাকা তিন বছরের শিশু সন্তানটি তখন আতঙ্কে ছুটতে থাকে। ভেসে আসছিল কান্নার আওয়াজ আর চিৎকার চেঁচামেচি। শুক্রবার হামলার শিকার তাহেরা আকতারের মেয়ে সানজিদা সাথী ভিডিওটি ফেসবুকে দিলে এটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে এ ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন ওই নারীর স্বামী আবদুল হাকিম। মামলার পরপরই ঘটনার মূল আসামি গোলাম দস্তগীরকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, গত ১৭ এপ্রিল রাতে তাহেরা আকতারের ওপর এ হামলার ঘটনা ঘটে। আহত তাহেরা আকতার রাউজান পৌরসভার সুলতানপুর গ্রামের কাজীপাড়ার আবদুল হাকিমের স্ত্রী।
ফেসবুকে আপলোড করা ভিডিওটি দেখা যায়, কয়েকজন ব্যক্তি ওই নারীর ওপর হামলা করছেন। চিৎকার শুনে কেউ একজন সেদিকে টর্চের আলো ফেলেন। সেই আলোতে কখনো হামলাকারী আবার কখনো ভুক্তভোগী নারীকে দেখা যাচ্ছিল। মূলত জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
বিডি প্রতিদিন/এমআই