চট্টগ্রামে শীতল হাওয়ার সাথে বৃষ্টিপাতে নগরে কিছুটা স্বস্তি মিলেছে। চলতি মাসের শুরু থেকে তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ হওয়া জনজীবনে প্রশান্তি নেমে এসেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিট থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। শুরুতে টানা ১০ মিনিটের বেশি মুষলধারে বৃষ্টির পর সন্ধ্যা ৭টা ১৭ মিনিট পর্যন্তও শীতল বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, সন্ধ্যা ৭টার পর থেকে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় অস্থায়ী দমকা হাওয়া, বর্জপাতসহ বৃষ্টিপাত শুরু হয়। রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর আগে, শুক্রবার শেষ বিকেল থেকে চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। থেমে থেমে শীতল হাওয়া বয়ে যাচ্ছিলো। কমে যায় তাপমাত্রা। দিনের বিভিন্ন সময়ে আশপাশের কয়েকটি উপজেলায়ও অস্থায়ী বৃষ্টির খবর পাওয়া যায়।
গত শনিবার (১২ এপ্রিল) মৌসুমের প্রথম বৃষ্টিপাত হয়। ওইদিন বিকাল তিনটা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছিলো আবহাওয়া অফিস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ