চট্টগ্রাম নগরীর মেরিন ড্রাইভ এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদক এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রাম বন্দর থানার আনন্দবাজার সংলগ্ন পচার খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেরিন ড্রাইভের পাশে ঝোপের ভেতর বিশেষভাবে লুকানো দুটি বস্তা থেকে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৩৯ ক্যান বিয়ার, তিন বোতল বিদেশি মদ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য ও অস্ত্র থানায় হস্তান্তর করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত টহল জোরদার করেছে।
এই কর্মকর্তা বলেন, কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল