বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ও সাবেক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনজিল হাসানের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইউনিয়ন নেতারা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, ইউনিয়ন গোনার টাইম নাই, সবাইকে দেখে নেব।’ এ বিষয়ে গত ১৭ এপ্রিল বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বরাবর অভিযোগ দেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা। অভিযোগের সঙ্গে মো. মনজিল হাসানের বর্তমান নিষিদ্ধ ছাত্রলীগের কমিটিতে থাকার বিভিন্ন তথ্য-প্রমাণাদিও যুক্ত করে দেওয়া হয়। ইউনিয়নের সভাপতি মো. নূর আলম ও সাধারণ সম্পাদক আলী হায়দার আহমদ স্বাক্ষরিত ওই অভিযোগে উল্লেখ করা হয়, সহকারী ব্যবস্থাপক মো. মনজিল হাসান কম্প্রেসর মেকানিক্যাল মেইনটেন্যান্স শাখায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের সঙ্গে দীর্ঘদিন ধরে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে আসছেন। এ শাখার শ্রমিক-কর্মচারীরা তাকে খারাপ আচরণ না করার জন্য অনুরোধ করলেও তিনি কর্ণপাত করছেন না। এ বিষয়ে এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা ওই ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপকের কাছে অভিযোগ জানাতে গেলে সেখানে কাকতালীয়ভাবে উপস্থিত ছিলেন সহাকারী ব্যবস্থাপক মো. মনজিল হাসান। এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন নেতাদের উপস্থিতিতেই ওই বিভাগের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে অশালীন ভাষায় শাসাতে থাকেন এবং চিৎকার করে বলেন, ‘আমি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, ইউনিয়ন গোনার টাইম নাই, সবাইকে দেখে নেব।’ এ সময় উপমহাব্যবস্থাপক হস্তক্ষেপ করতে গেলে তাকে সরিয়ে দেন। জানতে চাইলে সহকারী ব্যবস্থাপক মো. মনজিল হাসান বলেন, ছাত্রলীগের কমিটি থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। পদত্যাগপত্রটি আছে কি না জানতে চাইলে তিনি খুঁজে দেখবেন বলে জানান। অসদাচরণসহ আনিত অন্যান্য অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।