বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নিয়োগের জন্যে ২০২১ সালের নীতিমালার তীব্র বিরোধিতা করেন এবং অবিলম্বে তা বাতিল করে আগের নিয়মে অভিজ্ঞতার ভিত্তিতে কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের জোর দাবি জানিয়েছেন। এ ছাড়া অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তি, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হিসেবে পদোন্নতিসহ বিভিন্ন শিক্ষক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমস্যা সমাধানের জোর দাবি জানিয়েছেন।
গতকাল রাজধানীতে বাকশিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ শিক্ষক নেতা অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান, অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ সাহিদুন্নার, সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ইলিম মো. নাজমুল হোসেন, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ প্রমুখ। বিজ্ঞপ্তি