বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেউ কেউ বলছেন সংস্কার সম্পাদন না করে নির্বাচন করলে যেই দল ক্ষমতায় আসবে তারা সংস্কার করতে পারবে কিনা সন্দেহ। অথচ সংস্কার হলো রাজনৈতিক অঙ্গীকার। যে দল নির্বাচিত হবে তাদের তা পার্লামেন্টে পাস করতে হবে। এ ধরনের ধোঁয়াশা বিভ্রান্তি তৈরি করে কার লাভ হচ্ছে? গণতান্ত্রিক সংগ্রামে আমরা একসঙ্গে লড়াই করেছি। যেসব দল ও সর্বশেষ ছাত্র জনতা-আমাদের ভিতরই যদি মিস আন্ডারস্ট্যান্ডিং বাড়ে ভুল বোঝাবুঝি বাড়ে তাহলে তো ফ্যাসিবাদ মাথা তোলার চেষ্টা করবেই। গতকাল নাটোর জেলা জিয়া পরিষদ আয়োজিত ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। নাটোরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারের সভাপতিত্ব করেন নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন। প্রধান বক্তা ছিলেন সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘যারা নির্বাচনকে পেছনে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন, আপনারা মনে রাখবেন বাংলাদেশের মানুষ অত বোকা নয়। বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান দ্রুত সময়ের ভিতর নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেন। দেশের মানুষকে মুক্তি দেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপিকে নিয়ে নানান ষড়যন্ত্র চলছে। দলের অভ্যন্তরেও অনেকে ত্যাগী নেতাদের সম্পর্কে কেন্দ্রে মিথ্যা ভুল তথ্য দিয়ে ডুবানোর চেষ্টা করছেন। এসব ক্রিমিনালের বিরুদ্ধে নাটোর বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।’
সেমিনারে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মো. শরিফুল ইসলাম প্রমুখ।