রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ২৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও বায়ারদের নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’। প্রদর্শনীতে লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ১২০-এর অধিক কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করবে। প্রদর্শনী আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে প্রকল্প। এতে বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি খাতসমূহের পণ্য প্রদর্শনী করা হবে।
আয়োজকরা জানান, ইসিফোরজে প্রকল্পের মাধ্যমে তৈরি পোশাক (আরএমজি) খাতের বাইরে বাংলাদেশ সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণের নীতিগত লক্ষ্য অর্জনে কাজ করছে। এসব খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক বৈচিত্র্য নিশ্চিত করার মাধ্যমে দেশের রপ্তানি আয় ও স্থিতিশীলতা নিশ্চিত হবে। এতে দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভবিষ্যতের অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবিলায় প্রকল্পের উদ্যোগগুলো সহায়ক হবে।
এ প্রদর্শনীতে এক ছাদের নিচে সিঙ্গাপুর, লিবিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, ইন্ডিয়া, ভুটান এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ২৫-এর অধিক আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা, ১ হাজারের অধিক স্থানীয় ক্রেতা অংশগ্রহণ করবে। এতে বাংলাদেশি উৎপাদনকারী সরাসরি আন্তর্জাতিক ক্রেতা, সোর্সিং এজেন্ট, বিনিয়োগকারী ও খাতসংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।