জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তাদের এককালীন ও মাসিক ভাতা, চাকরিতে অগ্রাধিকার, পুনর্বাসন, চিকিৎসাসহ রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুবিধা প্রাপ্তি নিয়ে অনিয়ম রুখতে তাদের দেওয়া হবে বিশেষ পরিচয়পত্র। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন। শফিকুল আলম বলেন, ইতোমধ্যে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের তালিকা করা হয়েছে। আসছে মার্চ মাস থেকে শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা এবং মাসে ২০ হাজার করে ভাতা পেতে পারেন। গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। আহতরা তিন ক্যাটাগরি চিকিৎসা ও রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। গত ৯ ও ২৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেস সচিব বলেন, ইতোমধ্যে জুলাইয়ের ৮৩৪ জন শহীদের তালিকা গেজেটে প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা ও প্রতিমাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। আহত জুলাই যোদ্ধারা এ, বি ও সি ক্যাটাগরিতে বিভিন্ন সুবিধা পাবেন। এ ক্যাটাগরির (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। এ ছাড়াও বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসাসেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। বি ক্যাটাগরির (গুরুতর আহত) ৯০৮ জন তালিকাভুক্ত জুলাই যোদ্ধা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি/আধাসরকারি কর্মসংস্থান প্রাপ্য হবেন। সি ক্যাটাগরির (আহত) তালিকাভুক্ত ১০ হাজার ৬৪৮ জন জুলাই যোদ্ধা এককালীন ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা ভাতা পাবেন। সব জুলাই যোদ্ধা পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র পাবেন। পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের প্রসঙ্গে ডেপুটি প্রেস সচিব জানান, সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যাওয়ার আগে নতুন অ্যাক্রেডিটেশন নীতিমালায় স্বাক্ষর করে গেছেন। নতুন নীতিমালায় সরকারের গুণগান প্রচারের বাধ্যবাধকতা রাখা হয়নি। এ ছাড়া আগে কাউকে এক বছরের জন্য অস্থায়ী, কাউকে স্থায়ী কার্ড দেওয়া হতো। এই বৈষম্য তুলে দেওয়া হয়েছে। এখন থেকে সব অ্যাক্রেডিটেশন কার্ডের মেয়াদ হবে তিন বছর।
শিরোনাম
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
- ঐশ্বরিয়ার কথাতেই থেমে যায় অভিষেকের রাগ
- বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
- পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান
- ‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়েই কি অক্ষয়ের কামব্যাক?
- ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে, দাবি থাই কর্তৃপক্ষের
- রহস্যময় 'পিরামিড' আবিষ্কার, বদলে দিতে পারে ইতিহাসকে
- নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭
- 'বেবি এবি'খ্যাত ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই
- ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা
- জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে
- অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাঈম কাশেম
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০২:১০, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব
অভ্যুত্থানে ত্যাগ স্বীকারকারীরা পাবেন ভাতা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর