ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত না হলেও নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এ ক্ষেত্রে বাম দলগুলোর নেতারাও পিছিয়ে নেই। তারাও নিজ নিজ নির্বাচনি এলাকায় যাচ্ছেন। দলের ভিতরে কে কোন আসনে প্রার্থী হতে চান সেসব তথ্য নিয়ে গ্রিন সিগন্যাল দিচ্ছেন হাইকমান্ড। এককভাবে নির্বাচনের পাশাপাশি জোটগতভাবে নির্বাচনের প্রস্তুতিও আছে বাম দলগুলোর। আওয়ামী লীগের জোটের বাইরে যেসব বাম দল আছে, সেগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসার জোরালো প্রস্তুতি চলছে। বাম দলের নেতারা গত ঈদুল ফিতর ও পয়লা বৈশাখ নিজ নিজ এলাকায় কাটিয়েছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে বাংলাদেশের জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ভোটের লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আগে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছি। দলের নেতা-কর্মীরাও নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। অন্যদিকে জোট গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন। সবার সঙ্গে আলাপ-আলোচনা চলছে। এককভাবে ও জোটগতভাবে উভয় পন্থায় আমাদের নির্বাচনি প্রস্তুতি আছে।’ জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বামপন্থি দলের নেতারা নিজ নিজ নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন। গত রোজার ঈদে বেশির ভাগ নেতাই নির্বাচনি এলাকায় ঈদ উদ্যাপন করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স খুলনা, বাংলাদেশের জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া নড়াইলে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাগেরহাট, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমূল হক প্রধান পঞ্চগড়ে গণসংযোগ করেছেন। জানা গেছে, ঈদের কয়েকদিন আগে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের রাজধানীর বেইলি রোডের বাসায় বামপন্থি নেতাদের অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সব গণতান্ত্রিক শক্তির বৃহত্তর জোট গঠনের পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলন শুরুর বিষয়ে কথা হয়েছে। এ ছাড়া বাম জোট নেতারা ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ, জাতীয় গণফ্রন্ট, ঐক্য ন্যাপসহ কয়েকটি দলের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, দলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর একাধিক সংগঠন এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক গণসংগঠনের সঙ্গেও তাদের আলোচনা অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জোট গঠন নিয়ে আমরা পরোক্ষ-প্রত্যক্ষভাবে আলাপ-আলোচনা চলছে।’ তিনি বলেন, ‘দলীয়ভাবে আমরা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। নির্বাচনের সময় ঘনিয়ে এলেই সব পরিষ্কার হবে।’ জোট ও ভোটের প্রস্তুতি প্রসঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির নেতাদের গতকাল বৈঠক হয়েছে। বৈঠক সূত্রে জানতে পারলাম, ভোটের কোনো সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি। বিএনপি নাকি আগের চেয়ে হতাশ। আমরা (রাজনৈতিক দলগুলো) বলেছিলাম, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব। কিন্তু তা করা হচ্ছে না। আশা করব অন্তর্বর্তী সরকারপ্রধান এ বছরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। তা না হলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাব, প্রয়োজনে নির্বাচন ইস্যুতে আমাদের পারস্পরিক আলাপ-আলোচনা করেই মাঠে নামতে হবে।’
শিরোনাম
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
- ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
- একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
জোট ও ভোটের প্রস্তুতিতে পিছিয়ে নেই বামরাও
রফিকুল ইসলাম রনি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর