কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের জন্য সম্প্রতি আমদানি করা কয়লার একটি বড় চালানে ভেজাল ধরা পড়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত এ কয়লায় খালি চোখে ‘ফরেন পার্টিকেল’ বা মাটিজাতীয় ক্ষুদ্র কণা পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের এ কয়লা ব্যবহার করলে বিদ্যুৎ কেন্দ্রটির মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। এ কারণে ৬৩ হাজার টন কয়লার বিশাল এ চালানটি ফিরিয়ে দিয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (সিপিজিসিএল)। এ চালান প্রত্যাখ্যানের সিদ্ধান্তের পর কয়লাবাহী জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বাংলাদেশ প্রতিদিনকে সিপিজিসিএল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বঙ্গোপসাগরের তীরে ১ হাজার ৬০০ একর জমিজুড়ে তৈরি করা ১ হাজার ২০০ মেগাওয়াটের আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদনে আসে ২০২২ সালের ডিসেম্বরে। এরপর ২০২৩ সালের আগস্টে এর দ্বিতীয় ইউনিটটি উৎপাদনে আসে। সিপিজিসিএল সূত্র বাংলাদেশ প্রতিদিনকে জানায়, টেন্ডারের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে কয়লা সংগ্রহের দায়িত্ব পাওয়া একটি ভারতীয় প্রতিষ্ঠান এ চালান পাঠায়। কিন্তু এবারের চালানে পাঠানো কয়লায় বিপুল পরিমাণ মাটি ছিল, যা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের মানের নয়। মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্বাহী পরিচালক মো. নাজমুল হক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা মান অনুযায়ী এবার কয়লা পাইনি। আমদানিকৃত এ কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়। এ কয়লা ব্যবহার করলে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। এরই মধ্যে সেই কয়লা বহনকারী জাহাজ জেটি থেকে বের হয়ে চলে গেছে। এখন বাকিটা সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যাপার, ওরা এ কয়লা দিয়ে কী করবে। আমরা এ কয়লা প্রত্যাখ্যান করে দিয়েছি। পরে যদি মানসম্পন্ন কয়লা সরবরাহ করে তখন চিন্তাভাবনা করে দেখা হবে। ভবিষ্যতেও যদি সরবরাহকারী প্রতিষ্ঠান নিম্নমানের এ কয়লা দেয় তাহলে সেটিও ফিরিয়ে দেওয়া হবে। মাতারবাড়ী সাইট অফিসের প্রধান প্রকৌশলীর দপ্তরের প্রধান প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষণ) মুহাম্মদ সাইফুর রহমান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমদানিকৃত এ কয়লায় দৃশ্যত কিছু ‘ফরেন পার্টিকেল’ ছিল। এটি মানসম্পন্ন কয়লা ছিল না। এ কারণে আমরা এ কয়লার চালান বাতিল করে দিয়েছি। গত তিন-চার মাস ধরে এ কোম্পানিটি মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ করে আসছিল। এ কেন্দ্রে কয়লা সরবরাহের জন্য আন্তর্জাতিক টেন্ডার হয়েছিল। পরে জয়েন্ট ভেঞ্চারে আদিত্য বিরলা অ্যান্ড ইউনিক সিমেন্ট কয়লা সরবরাহের কাজ পায়। এরই মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছে, সিপিজিসিএল ও শিপিং কোম্পানির নির্দেশে কয়লাবাহী জাহাজটিকে বহির্নোঙরে পাঠানো হয়েছে। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র অভিযোগ করেছে কয়লায় প্রচুর মাটি রয়েছে। তাই কয়লা খালাস বন্ধ করে জাহাজটি বহির্নোঙরে নিয়ে আসা হয়েছে। এ বিষয় নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সিদ্ধান্ত অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১ হাজার কোটি টাকা দামের ৬৩ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি জাহাজ এমভি ওরিয়েন্ট অর্কিড গত ১৭ মার্চ মাতারবাড়ী বন্দরের চ্যানেলে প্রবেশ করে। কয়লা খালাসের সময় দেখা যায় তাতে প্রচুর মাটি রয়েছে। এর মধ্যেই আমদানি করা ৬৩ হাজার টন কয়লার মধ্যে ২২ হাজার ৩৫০ টন কয়লা আনলোড করাও হয়। চালানে অতিরিক্ত মাটি থাকায় কয়লা খালাসের জন্য ব্যবহৃত কনভেয়র বেল্ট বারবার বিকল হয়ে যাচ্ছিল। পরে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জাহাজ থেকে কয়লা খালাস বন্ধ করে দিয়ে জাহাজটিকে ৪০ হাজার ৬৫০ টন কয়লাসহ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঠিয়ে দেন। বর্তমানে জাহাজটি বহির্নোঙরে অবস্থান করছে। অথচ চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের জন্য উন্নতমানের কয়লা সরবরাহ করার কথা ছিল টেন্ডার পাওয়া প্রতিষ্ঠানটির। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি টন কয়লার দাম গড়ে ১২০ ডলার বা বাংলাদেশি সাড়ে ১৪ হাজার টাকা।
শিরোনাম
- ঐশ্বরিয়ার কথাতেই থেমে যায় অভিষেকের রাগ
- বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- এক সপ্তাহ ধরে লোডশেডিংয়ে নাকাল চট্টগ্রামবাসী
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
- পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান
- ‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়েই কি অক্ষয়ের কামব্যাক?
- ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে, দাবি থাই কর্তৃপক্ষের
- রহস্যময় 'পিরামিড' আবিষ্কার, বদলে দিতে পারে ইতিহাসকে
- নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭
- 'বেবি এবি'খ্যাত ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই
- ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা
- জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে
- অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাঈম কাশেম
ফিরিয়ে দেওয়া হলো আমদানি করা বিপুল পরিমাণ ভেজাল কয়লা
মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র - নিম্নমানের ভেজাল ও মাটিমিশ্রিত কয়লার চালান প্রত্যাখ্যান, এ কয়লা ব্যবহারে বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি নষ্ট হতে পারে
জিন্নাতুন নূর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর