বয়স মাত্র ১৯ বছর। যে বয়সে ঈদের আনন্দ কীভাবে উপভোগ করবেন সেই পরিকল্পনা থাকার কথা। কিন্তু মোসাম্মাৎ মীম আক্তারের ভাবনায় অন্য কিছু। মাত্র ১৯ বছর বয়সে বিধবা মীমের চিন্তা কন্যাকে নিয়ে বেঁচে থাকার। একমাত্র কন্যা মিথিলা ইসলাম রোজা গর্ভে থাকা অবস্থায় তার স্বামী আল আমিন রনি ১৯ জুলাই বিকালে মহাখালীতে গুলিবিদ্ধ হন। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বানারীপাড়া উপজেলার পূর্ব বেতাল গ্রামের বাসিন্দা দুলাল হাওলাদারের ছেলে রনি মহাখালীতে একটি ওয়ার্কশপ ও পার্টটাইম খাদ্যপণ্য দ্রব্যে ডেলিভারির কাজ করতেন। স্ত্রী, বিধবা মা ও ভাইবোন নিয়ে মহাখালী সাত তলা বাউন্ডারি বস্তিতে থাকতেন। গত ৪ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন মীম। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চাখার গ্রামের বাবার বাড়িতে থাকেন তিনি। একটি চাকরির জন্য পাঁচ মাস বয়সি কন্যা সন্তানকে নিয়ে প্রতিদিন বানারীপাড়া উপজেলার চাখার বাজারের একটি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেন তিনি। বৃহস্পতিবার সেখানে প্রশিক্ষণ নিতে আসার পর কথা হয় মীমের সঙ্গে। তিনি জানান, পাঁচ মাস বয়সি সন্তান ঘরে একা রেখে আসা যায় না। তাই প্রতিদিন সন্তানকে সঙ্গে নিয়ে আসেন। তিনি কম্পিউটার প্রশিক্ষণ নেন। তিনি কন্যাকে নিয়ে সেন্টারে থাকেন। মীম বলেন, বাবা কামাল হোসেন মাঝি চাখার বাজারের ক্ষুদ্র মাছ বিক্রেতা। তার ছোট আরও দুই ভাইবোন রয়েছে। বাবার একার পক্ষে তো সংসার চালানো সম্ভব নয়। নিজের খরচ নিজে চালানোর জন্য চাকরির প্রয়োজন। তাই কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন। এইচএসসি পাস করা মীমের ডিগ্রি পাস কোর্সে ভর্তি হওয়ার লক্ষ্য রয়েছে। স্বামীর মৃত্যুর পর তাদের পরিবার থেকে দুই তিনবার খোঁজখবর নিয়েছিল। কন্যার জন্মের পর একবার দেখতে এসেছিল। কিন্তু কন্যার জন্য কিছু করে না। মীম বলেন, ঈদ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জামায়াতের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। সহায়তার চেয়ে একটি স্থায়ী চাকরি জরুরি। নিজে স্বাবলম্বী হয়ে কন্যাকে নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চান মীম। জীবনে কোনো ঈদের আনন্দ বাবার সঙ্গে উপভোগ করতে পারবে না কন্যা রোজা। এ কষ্ট কাউকে বোঝানো সম্ভব নয় জানিয়ে মীম হয়তো স্বামী বেঁচে থাকলে তাকে ও কন্যাকে নিয়ে আনন্দ করতেন এই ঈদে। সেটা থেকে বঞ্চিত হবেন তিনি ও কন্যা।
শিরোনাম
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
- ঐশ্বরিয়ার কথাতেই থেমে যায় অভিষেকের রাগ
- বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
- পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান
- ‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়েই কি অক্ষয়ের কামব্যাক?
- ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে, দাবি থাই কর্তৃপক্ষের
- রহস্যময় 'পিরামিড' আবিষ্কার, বদলে দিতে পারে ইতিহাসকে
- নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭
- 'বেবি এবি'খ্যাত ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই
- ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা
- জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে
- অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাঈম কাশেম
বরিশাল
বাবাহীন শিশু রোজার ঈদ
সাইদ মেমন, বরিশাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর