ভারতের মধ্যপ্রদেশের ভিন্দের মাধবগঞ্জে স্বামীকে পুড়িয়ে মারলেন সুন্দরী স্ত্রী। কারন একটাই স্বামী কালো, দেখতেও ভালো নয়।
পুলিশ বলছে, চামেলি নামে ওই মহিলার শ্বশুরবাড়িতেই স্বামী জগরাম রাঠৌরের গায়ে আগুন লাগিয়ে দেন তিনি। স্বামীর গায়ের রং কালো বলে মানিয়ে চলতে পারছিলেন সুন্দরী স্ত্রী।
জানা গেছে, চামেলির স্বামী সামান্য রাজমিস্ত্রীর কাজ করতো। মঙ্গলবার সারাদিন পরিশ্রমের পর রাতে জগরাম বেঘোরে ঘুমোচ্ছিলেন। এ অবস্থায় তাকে খাটের সঙ্গে পিছমোড়া করে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় চামেলি।
অগ্নিদগ্ধ স্বামীকে ফেলে তিনি পালিয়ে যান। প্রতিবেশীরা এসে জগরামকে উদ্ধার করলেও ততক্ষণে বাঁচাতে পারেনি। পরে চামেলিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে।
জগরামের বোন গিরিজা দেবীকে উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, চামেলি ভোগবিলাসের জিনিস ও প্রসাধনী চাইতো তার ভাইয়ের কাছে। তার চালচলনও ভালো ছিল না। কিন্তু তার চাহিদা পূরণ করার সাধ্য ছিল না জগরামের।