সন্তানের জীবন বাঁচাতে মা তার জীবন পর্যন্ত দিতে পারে। এমন নিদর্শন অনেক আছে। কিন্তু সেক্স লাইফ বাচাঁতে নিজের সন্তানকে খুন করেছে এমন নিদর্শন নেই বললেই চলে।
জার্মানির ববেরিয়া রাজ্যের রেঙ্গসবর্গ শহরে এমন ঘটনাই ঘটেছে। শিশুর জন্মের ৩০ মিনিট পরই তার গলা কেটে তাকে খুন করলেন নডাইন কোয়েনিগ। নিজের শিশুকে হত্যা করার পরই ডিস্কোতে চলে যায় এই নারী।
কোর্টে শুনানির সময় জানা যায়, ওই নারীর ভয় ছিল সন্তানের কারণে তার সেক্স লাইফ যাতে নষ্ট না হয়ে যায় সে কারণেই এমন কান্ড ঘটিয়েছে সে।
অভিযোজন পক্ষের উকিল জনান, শিশুটি ঐ নারীর কাছে একটি দায়িত্ব ছিল যা সে পালন করতে রাজী ছিল না। কোয়েনিগ নিজের প্রেগনেন্সির কথা তার বাড়ির কাউকে জানায়নি। গতবছরই নিজের বাড়িতে সে শিশুর জন্ম দিয়েছিল এবং শিশুটিকে হত্যা করার পর সে শিশুর মৃতদেহ মাটিতে পুঁতে দিয়েছিল। এই ঘটনা সামনে আসলে তাকে গ্রেফতার করা হয়।
এরপরই কোয়েনিগের মা আত্মহত্যা করেন এবং তার মৃত্যুর জন্যেই তিনি কোয়েনিগকেই দায়ী করে যান।