প্রকৃতির অদ্ভূত খেয়াল! বৃষ্টির সঙ্গে ঝরে পড়ল শত শত মাছ! ঘটনাটি ঘটেছে গত সোমবার পশ্চিম শ্রীলঙ্কার চিলওয়া জেলার একটি গ্রামে। বৃষ্টিতে প্রায় ৫০ কেজি মাছ গ্রামটির বাড়ির ছাদে এবং রাস্তায় ঝরে পড়ে।
অদ্ভূত ছোট ছোট মাছের বৃষ্টিতে গ্রামবাসী আশ্চর্য হলেও তাদের আনন্দটা ছিল তার চেয়ে বেশি। কিছু মাছ ৫ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত লম্বা ছিল এবং গ্রামবাসী মাছগুলোকে বালতিতে জিইয়ে রেখেছে।
২০১২ সালে 'চিংড়ি বৃষ্টি' হয়েছিল শ্রীলঙ্কায়। অসংখ্য ছোট-বড় চিংড়ি ঝরে পড়েছিল বৃষ্টির সঙ্গে। যেগুলোর রঙ ছিল লাল ও হলুদ।
বিজ্ঞানীরা ‘মাছবৃষ্টির’ কারণ হিসেবে জানান, প্রচণ্ড ঝড়ের সময় বাতাসের তোড়ে নদী বা সাগরের অগভীর পানিতে ঘূর্ণি তৈরি হয়। এর ফলে পানির মাছ, এমনকি ব্যাঙ পর্যন্ত ঘুর্ণির তোড়ে পানির সঙ্গে উপরে উঠে আসে। এসব মাছ বাতাসে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।