নাবালিকা মেয়েটি আর সহ্য করতে না পেরে অভিযোগ দায়ের করল থানায়। অভিযোগ তার সৎ বাবা, দুই কাকা ও দাদু গত এক বছর ধরে তাকে ক্রমাগত ধর্ষণ করেছে৷ এছাড়া তার সৎ দাদীর বিরুদ্ধে ধর্ষণে প্ররোচনার অভিযোগ করেছে৷ ভারতের গুরুদাসপুরের ভেণী মিয়া খাঁ এলাকার একটি গ্রামে ঘটেছে এমনই অস্বাভাবিক ঘটনা৷ মেয়েটি তার মায়ের সঙ্গে থানায় এসে অভিযোগ দায়ের করেছে।
মেয়েটি জানায়, তার আসল বাবা-মা সিভিল লাইন বটালায় থাকতেন৷ তাদের মধ্যে সম্পর্ক ভাল না থাকায় তার মা বাবাকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর তার মা তাকে ও তার তিন ভাই বোনকে নিয়ে সৎ বাবার কাছে চলে আসেন৷ এই সময় তার সৎ দাদী তাকে নির্যাতন করার জন্য সৎ বাবা, দুই কাকা ও দাদুকে প্ররোচিত করেন৷ এরপর থেকেই তারা বিগত এক বছর ধরে তার সঙ্গে পাশবিক আচরণ করেন৷ কাউকে এ কথা জানালে তারা তাকে জানে মেরে ফেলার হুমকি দিত। এতদিন ভয়ে কাউকে কিছু জানায়নি। অবশেষে সহ্য করতে না পেরে পুলিশের দারস্থ হয়েছে।
নাবালিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি’র ৩৭৬,৫০৬ ও ১২০ ধারায় মামলা দায়ের করেছে। পুলিশ নাবালিকার মেডিকেল টেস্ট করিয়েছে। এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি।