ছাগলে নাকি সবই খায়। কিন্তু কুকুরও যে সবসময় খাদ্য-অখাদ্যের বাছবিচার করে না তার প্রমাণ দিলো ৬৪ কেজি ওজনের গ্রেট ড্যান কুকুর। মোটমাট সাড়ে ৪৩টি মোজা গিলে কুকুরটির স্থান হয়েছে হাসপাতালের ইমার্জেন্সিতে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ে কুকুরটিতে। পশু হাসপাতালে ভর্তি করার পর পশু চিকিৎসকেরা অস্ত্রোপচার করে কুকুরের পেট থেকে মোজাগুলো উদ্ধার করে। কুকুরটি এখন সুস্থ আছে বলে জানিয়েছে ডোভ লুইস ইর্মাজেন্সি অ্যানিমেল হাসপাতালের চিকিৎসকেরা।
চিকিৎসকরা জানিয়েছেন, কোনো পশুর পেট থেকে এতোগুলো মোজা উদ্ধারের ঘটনা এই প্রথম। এটি সকলের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে।