'স্নেইল ফেসিয়াল' বা 'শামুক ফেসিয়াল' ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। মুখের ওপর তিনটা শামুক ছেড়ে দেয়া হয়। সেগুলো আঠালো শরীর নিয়ে ঘুরে বেড়ায় সারা মুখে। প্রায় ২০ মিনিট এভাবে শামুকদের ঘোরাঘুরি চলতে থাকে। মুখজুড়ে আঠালো পদার্থ চটচট করে। আর এ আঠাতেই নাকি যৌবন রহস্য লুকিয়ে থাকে। তথ্যটি দিয়েছেন বিশেষজ্ঞরা।
টোকিওতে 'শামুক ফেসিয়াল' সাড়া জাগানোর পর এখন তা জনপ্রিয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। এজন্য গ্রাহককে গুণতে হয় ২৫০ ডলার।
বিশেষজ্ঞদের মতে, শামুকের শ্লেষ্মায় ত্বকের উপযোগী প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়া রয়েছে যা ত্বকের বলিরেখা কমিয়ে দেয়। পাশাপাশি ত্বকের ঔজ্জ্বল্য বেড়ে গিয়ে ত্বক হবে টানটান।
'স্নেইল ফেসিয়াল' পদ্ধতির স্রষ্টা ডিয়ানার কথায়, এটা কোনও গল্পকথা নয়, শামুকের শ্লেষ্মা অদ্ভুতভাবে কাজ করে। আর এই শ্লেষ্মা প্রাকৃতিক বলে কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনাও নেই। ফরাসিরা অনেকসময় প্রযুক্তির ব্যবহারে শামুকের শ্লেষ্মা বের করে তা প্রসাধনীতে মেশান। কিন্তু তার চাইতে জ্যান্ত শামুকের শ্লেষ্মার প্রভাব অনেক বেশি।
ভিডিওটি দেখতে ক্লিক করুন: