সম্প্রতি আর্জেন্টাইন এক দম্পতির ঘর আলো করে এসেছে ফুটফুটে এক ছেলে। বাবা মার খুব ইচ্ছে ছেলের নাম দেবেন লিওনেল মেসির নামে।
তাদের ধারণা একজন আর্জেন্টাইন গ্রেটের নামে নাম বরং তাঁদের ছেলের জীবনকে অন্যমাত্রা দেবে। এই প্রেক্ষিতেই তাদের এইরুপ ইচ্ছা।
কিন্তু দম্পতির সেই ইচ্ছায় বাঁধা দিয়েছে আর্জেন্টিনার একটি আইন। সে আইন অনুযায়ী একজনের নামের দ্বিতীয় অংশ অন্যের নামের প্রথম অংশ হিসেবে ব্যবহার করতে অনুমতির প্রয়োজন হয়।
অবশেষে প্রয়োজনীযয় সেই অনুমতি নিয়েই ভ্যারেলা দম্পতি তাঁদের ছেলের নাম রেখেছেন মেসি।
মেসি আর্জেন্টাইন ফুটবল তারকার নামের দ্বিতীয় অংশ। প্রথম অংশ লিওনেল। ভ্যারেলা দম্পতি তাঁদের সন্তানের নাম রাখতে চেয়েছেন মেসি ড্যানিয়েল ভ্যারেলা। এটা করতে গিয়ে বুয়েনস এইরেসের সিভিল রেজিস্টারের কার্যালয়ে ধরনা দিতে হয়েছে ভ্যারেলা দম্পতিকে।
অনেক কাঠখড় পুড়িয়ে ছেলের নামকরণ দম্পতিকে তৃপ্তি দিলেও পুরো বিষয়টিকেই অপ্রয়োজনীয় বলছেন তাঁরা, দেখুন মা-বাবারা তাঁদের ছেলেমেয়েদের কী নাম দেবেন, সেটা একান্তই তাঁদের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে অনুমতি, সরকারি অফিসে ধরনা খুবই বাজে ব্যাপার।
বিস্তারিত দেখুন: http://www.bdmail24.net/bn/article/16677/#sthash.7eRvu6Wh.dpuf