ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাইজালা জেলায় স্কুল চত্বরে গোপনে মোবাইল ফোন ব্যবহার নিয়ে বকাঝকা করায় রাগে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে দুই ছাত্রী। সিপাইজালা জেলার টাকারজালায় গতরাতে সিমা দেববর্মন এবং বিনা দেববর্মন নামের এ দুই মেয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যাকারী দুই কিশোরীরই বয়স ১৬। তারা টাকাজালা উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রী ছিল। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও স্কুল চত্বরে গোপনে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে তাদেরকে হোস্টেল সুপার এবং অভিভাবকরা বকাঝকা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মেয়ে দু’টির দেহে ধর্ষণ বা নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি বলে মেডিকেল রিপোর্টে বলা হয়েছে।