যুক্তরাষ্ট্রের মিসৌরির এক আবিস্কারক সম্প্রতি বুলেটপ্রুফ এই স্লিপিং ব্যাগের আবিস্কার করেছেন। তবে ব্যাগটি যে শুধুই বুলেট ঠেকাবে তা নয়, ঝড়ো আবহাওয়ার কামড়ও অনায়াসেই ঠেকিয়ে দেবে এই ব্যাগ। বিপদসঙ্কুল পথে যারা ভ্রমন করেন তাদের কথা চিন্তা করেই ওই বিজ্ঞানী এই ব্যাগের আবিস্কার করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
আবিস্কারক স্টিভেন অ্যান্ডারসন মূলত ২০১১ সালে এক ঘুর্ণিঝড়ের আঘাতে তার সাধের বাড়ি গুড়িয়ে গেলে এই ব্যাগ বানানোর কাজ শুরু করেন। স্টিভেনের বানানো ব্যাগটির ওজন প্রায় ১২ পাউন্ড।
আর এই ব্যাগটিতে মোট দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ একসঙ্গে বাস করতে পারবেন। প্রায় দুইশ মাইল বেগে আসা কোনো বস্তু যদি এই ব্যাগের শরীরের আছড়ে পরে তাহলেও ভেতরে থাকা মানুষের কোনো ক্ষতি হবে না বলে জানান স্টিভেন।
তার মতে, ভ্রমন পিপাসু মানুষদের প্রধান শত্রু হলো ঝড়ো আবহাওয়া। এই ঝড়ো আবহাওয়ার হাত থেকে বাঁচতে এই স্লিপিং ব্যাগ তৈরির চিন্তা করেন বলেও তিনি জানান।
স্টিভেন জানান, 'সেদিন আমাদের পরিবারের সুরক্ষার তেমন কোনো ব্যবস্থাই ছিল না। আমাদের পুরো বাড়িটিই উড়ে গিয়েছিল ঝড়ে। এরপর থেকেই মূলত শুরু হয় এই ব্যাগ বানানোর প্রক্রিয়া। তবে প্রথম কথা হলো, আমার স্ত্রী ও সন্তানদের রক্ষা করার জন্যই এই আবিস্কার।'