গাড়ির ধাক্কায় কোমায় যেতে হয়েছিল বেন ম্যাকমোহন নামের ২২ বছর বয়সী যুবককে। শেষ পর্যন্ত সপ্তাহখানেক কোমায় থাকার পর সুস্থও হয়েছেন তিনি। কিন্তু বিপত্তিটা বেধেছে তার ভাষায় নিয়ে। কোমা থেকে ফিরেই সে ইংরেজির বদলে মান্দারিন ভাষায় কথা বলা শুরু করেছে। এমনকি পাশে থাকা নার্স যখন তার মুখে মান্দারিন শুনে বুঝতে পারছিল না, তখন সে খাতা কলম নিয়ে মান্দারিনে লিখতে শুরু করে। এমনকি সে বেশ শুদ্ধভাবেই লেখে- আমি আমার বাবাকে ভালবাসি, আমি সুস্থ হয়ে যাবো।
বেনেরে মাতৃভাষা হচ্ছে ইংরেজি। সেই ইংরেজিতে কথা বলতেই তার দু’তিন দিন সময় লেগেছে। এ কারণে সুস্থ হওয়ার পর ইংরেজির বদলে মান্দারিন বলা শুরু করায় তার চিকিৎসক ও বাবা-মা বেশ চিন্তায় পড়ে যান।
অবশ্য বেন জানায়, সে যে মান্দারিন ভাষায় কথা বলছিল সেটা সে বুঝতে পারেনি। কথা বলার সময় আপনাআপনি যা মুখে এসেছে সে তাই বলেছে। অবশ্য এ ঘটনা তাকে বেশ কিছু সুযোগ সৃষ্টি করে দিয়েছে। চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাই ভ্রমণ, সেখানে একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগে পড়ার সুযোগ এনে দিয়েছে।