ব্রিটেনে লেবার পার্টির এক সংসদ সদস্যের স্ত্রী তার বিকিনি পরা সমুদ্র স্নানের ছবি টুইটারে পোস্ট করেছেন। আবার টুইটারে লিখেছেন, আমাকে দেখতে কেমন লাগছে?... এটি আমার জীবনে সমুদ্র স্নানের প্রথম ছবি।
এ নিয়ে বিতর্ক উঠেছে দেশটির রাজনৈতিক মহলে। তবে এ বিতর্ককে জনপ্রিয়তা পাওয়ার একটা বাড়তি সুযোগ বলে মনে করছেন ৩১ বছরের ওই নারী।
লেবার পার্টির সংসদ সদস্য সিমন ডানসজুকের স্ত্রী কারেন ডানসজুক। হঠাৎ টুইটারে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়। একে তো হলিউডের সব তারকা অভিনেত্রীদের নগ্ন ছবি ফাঁস নিয়ে অনলাইনে চলছে ধুনধুমার বিতর্ক। এর মধ্যে কারেন ডানসজুক বিতর্কিত ছবি টুইট করে আলোড়ন তুলেছেন ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে।
কারেনের টুইট করা ছবিগুলোর বক্ষ অর্ধ উন্মুক্ত। অবশ্য এসব ছবি দেখে তার ও তার স্বামীর ভক্তরা উল্লসিত। অনেক কমেন্টও পড়েছে।
ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে, কারেনের ছবিগুলো ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ দেখেছেন। তা ছাড়া তার ভক্তরা যেভাবে তার ছবিগুলো শেয়ার করছেন, তাতে দ্রুত ভিউয়ার ২ লাখ ছাড়িয়ে যাবে।
বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৪/আহমেদ