এডওয়ার্ড মোরড্রেক, উনবিংশ শতাব্দীর বিখ্যাত ইংরেজ। নাম শুনলেও অনেকেই হয়ত জানেন না তার মাথার পেছন দিকেই জন্ম নিয়েছিল আরেকটি মুখ যাকে অনেকে শয়তানের মুখও বলে থাকেন।
শয়তানের মুখ! নিশ্চই খুব অবাক হচ্ছেন। এডওয়ার্ড এর পেছনে জন্মানো এই মুখটি কথা বলতে না পারলেও তার নাকি ছিল হাসিকান্নার ক্ষমতা। রাতে ঘুমানোর সময় এই শয়তানের মুখটি নাকি ভয় দেখাত বিখ্যাত এই ব্যক্তিকে, শোনাতো তাকে উদ্ভট সব শব্দ।
এক পর্যায়ে অসহ্য হয়ে ডাক্তারের শরনাপন্ন হন তিনি। ডাক্তারকে মিনতি করেন তার এই শয়তানি মুখটাকে সরিয়ে ফেলতে। কিন্তু ডাক্তার তাকে নেতিবাচক জবাব দিলে হতাশ হয়ে ফিরে যান এডওয়ার্ড।
জীবনের প্রতি দিনকে দিন বিতৃষ্ণা জন্মানো এই অদ্ভুত মানব মাত্র ২৩ বছর বয়সে বিষপানের মাধ্যমে আত্মহত্যা করেন।
বিডি-প্রতিদিন/০৬ অক্টোবর ২০১৪/আহমেদ