লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের জনগণ একদিনে প্রায় সাড়ে ছয় লাখ গাছের চারা বুনে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেরা এ কথা জানিয়েছেন। পুনঃবনায়ন কর্মসূচির আওতায় দেশটিতে এ সব চারা রোপণ করা হয়েছে।
প্রেসিডেন্ট কোরেরা জাতির উদ্দেশ্যে দেয়া এক সাপ্তাহিক ভাষণে এ কথা জানান। তিনি বলেন, 'পুনঃবনায়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে ইকুয়েডর গিনেস রেকর্ড ভঙ্গ করেছে।' শনিবার সারা দিনব্যাপী সমগ্র ইকুয়েডরে নানা প্রজাতির উদ্ভিদের চারা বোনা হয়েছে বলেও জানান তিনি।
দেশটির পরিবেশমন্ত্রী লোরেনা তাইপা জানান, দুই হাজারের বেশি হেক্টর জমিতে গাছের চারা বোনার এ উদ্যোগে প্রায় ৫ লাখ মানুষ অংশ নিয়েছে। আন্দ্রেজ পর্বতমালা, প্রমত্ত আমাজন নদীর অববাহিকা সমৃদ্ধ প্রশান্ত মহাসাগরের তীরবর্তী বৈচিত্র্যময় ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের অধিকারী এ দেশে একদিনে ছয় লাখ ৪৭ হাজার দুইশ’ ৫০টি চারা বোনা হয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্মকর্তারা জানিয়েছেন, চারা বোনার ক্ষেত্রে এর আগে গত বছর রেকর্ড করেছিল ফিলিপাইন।
বিডি-প্রতিদিন/১৭ মে ২০১৫/শরীফ