পার্সোনাল এ্যাসিট্যান্টের (পিএ) জন্য ৬৫ কোটি টাকা! তাও আবার পর্নস্টার! হ্যাঁ, তবে এক একরাত বা কয়েকদিনের জন্য নয়, টানা ১৫ বছরের জন্য। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চীনে৷ চীনের এই ব্যবসায়ীর পরিচয় জানা অবশ্য এখনও জানা যায়নি৷ তবে জাপানি ওই পর্নস্টারের নাম মিসাকি।
জানা যায়, চীনের এই ব্যবসায়ী জাপানের এক জনপ্রিয় পর্নস্টারকে ৬৫ কোটি টাকা বেতনে পার্সোনাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত করছেন৷ ১৫ বছরের চুক্তি হয়েছে তাদের মধ্যে৷ এই চুক্তিতে মোটা বেতনের পাশাপাশি মিসাকি অভিনয়েরও সুযোগ পাবেন৷ বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের একত্রে দেখা গেলেও ব্যবসায়ী নিজেকে লুকিয়ে রেখেছেন মুখোশের আঁড়ালে।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৫/মাহবুব