ক্যালিফোর্নিয়ায় ফরেস্ট টিমোথি হায়েস নামের ৫১ বছর বয়সী এক গুগল কর্মকর্তার মৃত্যুর জন্য নিজের দোষ স্বীকার করেছেন আলিক্স নামের এক যৌনকর্মী।
গত মঙ্গলবার ওই যৌনকর্মীকে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ আদালতে তুলা হলে তিনি দোষ স্বীকার করেন। এরপর আদালত তাকে ছয় বছরের কারাদণ্ড দেন।
কর্মকর্তারা জানিয়েছেন, টিমোথিকে আলিক্স হিরোইনের একটি ইনজেকশন দেয়ার পরই তিনি মৃত্যুর দিকে ঢলে পড়তে থাকেন কিন্তু সে সময় আলিক্স ওয়াইন পান করছিলেন, এরপর সে নিজের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যান।
সান্তা ক্রুজের উচ্চ আদালতের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, আলিক্স, হত্যার দায়, টিমোথিকে মাদক দেয়াসহ যৌনপেশার অভিযোগ স্বীকার করেছে। তবে আলিক্সের বিরুদ্ধে টিমোথিকে সরাসরি হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি।
বিডি-প্রতিদিন/২০ মে, ২০১৫/মাহবুব