ঝগড়া করে স্বামী তার থেকে আলাদা থাকছে। বার বার বলার পরও ফিরে আসছে না। শোনা যাচ্ছে নিজের ভাগ্নীকেই বিয়ে করার পরিকল্পনা করছে সে। তাই রাগে ক্ষোভে স্বামীসহ তার পুরো পরিবারকেই পুড়িয়ে হত্যা করলো এক নারী। পুড়ে কয়লা হয়ে নিহতদের মধ্যে স্বামীর বোনের তিনটি সন্তানও রয়েছে।
ভারতে তামিল নাড়ু রাজ্যের মাদুরাই জেলায় গত বুধবার এ ঘটনা ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পাণ্ডেশ্বরী (২৫) তার মা ও ভাইয়ের সহযোগিতায় তার স্বামীর থাকার ঘরে কেরোসিন ঢেলে দেয়। পরে একটি জ্বলন্ত কাঠ ছুড়ে দেয় ঘরে। এতে দাউ দাউ করে জ্বলে ওঠে ঘরটি। পুড়ে নিঃশেষ হয়ে যায় ঘরে ঘুমন্ত ছয়টি প্রাণ।
এই বর্বর ঘটনার পর ওই নারী, তা মা (৫০) ও তার ভাইকে গ্রেফতার করেছে (২৭) পুলিশ।
তিন বছর আগে পান্ডেশ্বরীর সঙ্গে বিয়ে হয় কানানের। মতবিরোধের কারণে গত এক বছর তারা আলাদা থাকছিলেন। বিবাদের পর স্বামী কান্নান কাজের জন্য চেন্নাই চলে যান। গত কয়েকদিন আগে ফিরে আসেন। এরপর পাণ্ডেশ্বরী তার স্বামীকে হুমকি দেয়, সংসারে না ফিরলে তিনি তাকে পরিবারশুদ্ধ হত্যা করবেন।
নিহতরা হলেন কান্নান, তার বাবা, মা, বোন ও বোনের তিনটি সন্তান।
তাদের এক প্রতিবেশী পি ভেলমুরুগান বলেন, কান্নানের ফিরে আসার পর তাদের মধ্যে ঝগড়া লেগেই ছিল। কান্নান তার বোনের মেয়ে দশম শ্রেণি পড়ুয়া সঙ্গীতাকে বিয়ে করতে যাচ্ছে- এমন একটা কথা লোকমুখে ওঠার পরই তাদের মধ্যে বিবাদ চরমে পৌঁছায়। মৃত সাতজনের মধ্যে বোনের মেয়ে সঙ্গীতাও রয়েছে।
বিডি-প্রতিদিন/২১ মে ২০১৫/ এস আহমেদ