পোষা ঘোড়ার শোকে কাতর হয়ে পড়েছেন ভারতের আকিউর মোল্লা। শোকের প্রাথমিক ধাক্কাটা সামলেই তিনি গেলেন থানায়। বুধবার ভরদুপুরে ক্যানিং থানার ওসি সতীনাথ চট্টোরাজের সামনে গিয়ে মাথার ঘাম আর চোখের পানি মুছে বললেন, "হুজুর, একটা পাগলা ঘোড়া আমার ঘোড়াকে মেরে ফেলেছে। আমি তার শাস্তি চাই।"
ভাঙড়ের নাংলা গ্রামের আকিউরের পোষা ঘোড়ার নাম মণি। বছর পাঁচেকের টগবগে মণি মাঠে দৌড়ে বহু পুরস্কার এনে দিয়েছে মনিবকে। সেই ঘোড়াই মারা গিয়েছে দিন তিনেক আগে।
আকিউর পুলিশকে জানান, সোনারপুরে আড্ডিরাবাদে ঘোড়দৌড় প্রতিযোগিতায় ছুটতে নেমেছিল মণি। অন্য একটি পাগলা ঘোড়া তাকে ল্যাং মেরে ফেলে দেয়। মাঠেই মারা যায় মণি। ঘোড়ার ডেথ সার্টিফিকেটটা থানায় জমা দেন আকিউর। মঙ্গলবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়ে মণিকে কবর দিয়েছে আকিউর। পুলিশকে তিনি জানান, ‘খুনি’ ঘোড়া থাকে ক্যানিংয়ের ট্যাংরাখালির এক আস্তাবলে। সেখানেই তার মনিবের বাড়ি।
কিন্তু পুলিশ জানিয়ে দিল, আকিউরের মনের কষ্টটা তারা বুঝতে পারলেও এ ক্ষেত্রে তাদের আসলে কিছু করার নেই। কিন্তু শোকগ্রস্ত আকিউর তা মানতে রাজি নন। পুলিশ আর কি করে! এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়েই একটি সাধারণ ডায়েরি নেয়।
আর এখন পুলিশ রয়েছে সঙ্কটাপন্ন অবস্থায়। কেননা পাগলা ঘোড়া না তার মনিব— কার বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে, সেটাই ঠিক করতে পারছে না। আর আকিউর নাকি লুঙ্গির খুঁট দিয়ে ঘাম মুছতে মুছতে থানা থেকে বেরোনোর সময়ে বলে গিয়েছেন, "মণিটা এমন অকালে মারা গেল, দেশে কী আইন-আদালত বলে কিছু নেই!"
বিডি-প্রতিদিন/ ০৪ জুন, ২০১৫/ রশিদা