অভিনব হলেও সত্যি। এবার লিফটে টয়লেট বসাচ্ছে জাপান। ঘনঘণ শক্তিশালী ভূমিকম্পের আটকে পড়া মানুষের কথা চিন্তা করে লিফটে টয়লেট স্থাপন ও খাবার পানির ব্যবস্থা করতে যাচ্ছে দেশটি।
বুধবার জাপানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
শনিবার জাপানে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে লিফট বন্ধ হয়ে গেলে কয়েক ডজন মানুষ এক ঘণ্টার বেশি সময় ধরে আটকে পড়ে।
এসময় তারা খাবার পানিসহ টয়লেট সংকটে ভোগে। এ ঘটনার পরই এ উদ্যোগ নেওয়া হলো।
জাপানের অবকাঠামো মন্ত্রণালয় ও লিফট ইন্ডাস্ট্রির এক সভায় লিফটে জরুরিভিত্তিতে টয়লেট স্থাপনের বিষয়টি অনুমোদিত হয়।
সভায় জানানো হয়, টয়লটেগুলো নরম কার্ডবোর্ড দিয়ে নির্মাণ করা হবে। এতে পানি নিরোধক ব্যাগ ও পানি শোষন করতে পারে এরকম বস্তু ব্যবহার করা হবে।
বিডি-প্রতিদিন/ ৪ জুন ১৫/নাবিল