চীনের হেনান প্রদেশের একটি রেস্তোরাঁ সুন্দরী নারীদের জন্য খাবারে অনেক ছাড় দিয়েছিল। তারই দেখা দেখিতে এবার বেইজিংয়ে ‘হট-পট’ নামের একটি রেস্তোরাঁ ছাড় ঘোষণা করেছে। তবে প্রথমটির থেকে পুরোটাই আলাদা। কম দামে বেশি খাবার পেতে হলে ওই রেস্তোরাঁয় নারীদের পরিধান করতে হবে ছোট স্কার্ট। অর্থাৎ যে নারী যত ছোট স্কার্ট পরবেন তিনি খাবারে তত বেশি ছাড় পাবেন।
বৃহস্পতিবার এনডিটিভির এক খবরে বলা হয়েছে, চীনের হট-পট নামের একটি রেস্তোরাঁ নারীদের জন্য ঘোষণা দিয়ে বলেছে, যাদের স্কার্টের মাপ হাঁটু থেকে ওপরের দিকে যত ছোট হবে, খাবারে তারা ততই ছাড় পাবেন।
রেস্তোরাঁটির মালিকপক্ষ জানায়, স্কার্টের মাপ হাঁটু থেকে ওপরের দিকে ৩৩ সেন্টিমিটার (১২ ইঞ্চি) ওপর পর্যন্ত থাকলে ওই রেস্তোরাঁয় খাবারে সবচেয়ে বেশি পরিমাণে অর্থাৎ ৯০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। আর যারা হাঁটুর ওপরে ৮ সেন্টিমিটার পর্যন্ত স্কার্ট পরবেন তারা খাবারে মাত্র ২০ শতাংশ ছাড় পাবেন।
ওই রেস্তোরাঁর একজন মুখপাত্র বলেন, ‘আমরা আমাদের হট-পট রেস্তোরাঁর প্রচারের জন্য এমন ঘোষণা দিয়েছি। নারীরা সাধারণত যেকোনোভাবে তাদের পা দেখাতে পছন্দ করেন এবং স্কার্ট পরে তাঁরা পথচারীদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি অনেক কম দামে রেস্তোরাঁয় খাবার খেতে পারবেন।’
বিডি-প্রতিদনি/১১ জুন, ২০১৫/মাহবুব