অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা প্রায়ই একটু বেশিই করে থাকেন। অনেকে এটাকে তাদের পাগলামি বলে থাকে। কিন্তু এর জন্য তো দরকার হয় কঠোর সাধনা, শ্রম আর নিজের ওপর দৃঢ় বিশ্বাস। এজন্য তো তারা মাঝে মাঝে মৃত্যুকে তুচ্ছজ্ঞান করে অংশ নেন দুর্ধর্ষ সব কসরতে। এমনই এক দুঃসাহসিক স্টান্ট করে দেখালো দুই সৌদি যুবক। তারা দিনদুপুরে সবার সামনে চলন্ত গাড়ির চাকা বদলে তাক লাগিয়ে দিলেন বিশ্বকে।
এই কাজটি করতে একজনকে গাড়ির চালকের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি গাড়িটিকে দুই চাকার ওপর চালাতে থাকেন এবং অন্যজন উচু হয়ে উঠা চাকাটি খুলে নতুন করে চাকা লাগিয়ে দিলেন। আর এই অবিশ্বাস্য কাজটি করতে সময়ও নিলেন মাত্র ২মিনিট। ভিডিওটি দেখতে চাইলে নিচে ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=Z38itkVtEqI
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৫/মাহবুব