২০ বছর বয়সী চীনা মডেল ডং লির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। তার মধ্যে প্রায় ৪ ফুটই দখলে নিয়েছে তার ছিপছিপে পা। তার পা জোড়া লম্বায় প্রায় ৪৫ ইঞ্চি। একটু অন্যরকম দেখালেও তিনি এখন চীনের জনপ্রিয় মডেল হিসেবে নাম করছেন। আর এ সবই সম্ভব হয়েছে তার পায়ের বদৌলতে।
চীনের লোকদের গড় উচ্চতা কম হলেও ডংয়ের পরিবারে সবাই লম্বা। তার বাবার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি ও মা ৫ ফুট ৭ ইঞ্চি। মডেলিং জগতে আসার আগে তিনি শিক্ষিকা হওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু ছোটো ছোটো শিশুদের কাছে তিনি ছিলেন চীনের প্রাচীরের মতো লম্বা। ৭ বছরের শিশুরা ছিল তার হাঁটুর নিচে।
তার শরীরের অস্বাভাবিক বৃদ্ধির জন্য অনেকেই তামাসা করত। হতাশায় ভুগছিলেন ডং। কিন্তু প্রতি মুহূর্তে তার মা-বাবা অনুপ্রেরণা জুগিয়েছেন। হঠাৎ একদিন বেইজিংয়ে একটি মডেলিং প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার মন কেড়ে নেয় ডং। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে এখন তিনি হলেন চীনের সুপার মডেল। তবে তাকে এখন সবাই 'তুই তুই' বলে ডাকে। তার মানে 'লম্বা পা'।
লি বলেন, প্রথমে লম্বা পায়ের জন্য হীনমন্যতায় ভুগতাম। নিজেকে লুকিয়ে রাখতাম। তবে এখন এটার জন্যই বরং গর্ব হয়।
বিডি-প্রতিদিন/১২ জুন ২০১৫/ এস আহমেদ