ডাক্তারের দেয়া পরামর্শ পত্র নাকি একমাত্র ওষুধ দোকানদাররাই পড়তে পারেন। আর কারো সাধ্যি নেই তা পড়ার। দুর্বোধ্য হাতের লেখায় বীতশ্রদ্ধ মানুষ। আর এ কারণেই 'দুর্বোধ্যতা' দূর করতে নির্দেশ জারি করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গোটা গোটা হরফে সব বড় হাতের অক্ষরে লিখতে হবে যাতে রোগী বা তার পরিবারের সদস্যরা প্রেসক্রিপশনটি সহজে পড়তে পারেন।
এদিকে, এই নির্দেশিকা ডাক্তারদের ওপর চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন অনেকেই। দুর্বোধ্য হাতের লেখায় দেওয়া প্রেসক্রিপশনে 'এ'-'ই'-র এদিক ওদিক হলেও সমস্যা নেই, ওষুধের দোকানদার ঠিক পড়ে ফেলবেন কিন্তু বড় হাতের অক্ষরে লিখলে ডাক্তারের ভুলটা সহজে চোখে পড়বে। ফলে সতর্ক হয়েই প্রেসক্রিপশন লিখতে হবে।
তবে সবচে' বড় সুবিধাটা হলো অনেক সময় হাতের লেখা ঠিক না পড়তে পেরে ভুলভাল ওষুধ দিয়ে ফেলেন ওষুধ বিক্রেতা। সেই ভুলটা অন্তত আর হবে না।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই মর্মে প্রজ্ঞাপন জারি হবে। শুধু প্রেসক্রিপশনে ক্যাপিটাল লেটারই নয়, ডাক্তাররা যাতে জেনেরিক নেমে প্রেসক্রিপশন লেখেন, সে সংক্রান্ত নির্দেশিকাও থাকছে যাতে রোগীরা সস্তায় ওষুধ পেতে পারেন।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)-এর তরফে কে কে আগরওয়াল জানান, বড় হাতের অক্ষরে ডাক্তাররা প্রেসক্রিপশন লিখতে অভ্যস্ত হয়ে উঠলে, প্রেসক্রিপশনে ভুলের হার কমবে। সেই সঙ্গে জেনেরিকে লেখা থাকলে, রোগীরা নিজের পছন্দমতো ওষুধটি দাম অনুযায়ী বেছে নিতে পারবেন।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন, ২০১৫/ রশিদা