যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য আর জাতিবিদ্বেষ দিনদিন বেড়েই চলেছে। এবার জাতি বিদ্বেষের শিকার হয়েছেন একজন ভারতীয়। শুধুই ভারতীয় বলে নিউ জার্সিতে ৫৭ বছরের রোহিত প্যাটেলকে বেধড়ক মারধর সহ্য করতে হয়েছে। এদিকে ২৪ বছর বয়সী নাইল কিলগোর নামের ওই মার্কিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
নিউ জার্সির রাস্তায় রোহিত প্যাটেলকে মারধর করে ওই যুবক। পুলিশ জানিয়েছে, ভারতীয় বুঝতে পেরেই রোহিত প্যাটেলের মাথায় আঘাত করা হয়। মারধরে গুরুতর জখম হন রোহিত প্যাটেল। তাঁর কয়েকটি দাঁত ভেঙে গেছে। জখম গভীর হওয়ায় মুখে ও কপালে সেলাই পড়েছে। এদিকে এই ঘটনায় আদালত নাইলের জামিন মঞ্জুর করেছে। নিউজার্সিতে বেশ কয়েকটি জাতি হামলার পিছনে নাইলের হাত রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। অন্যদিকে হামলাকারীর জামিন নিয়ে প্রশ্ন তুলেছে প্যটেল পরিবার। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ০৮ জুলাই, ২০১৫/ রোকেয়া।