গতকাল ছিল আফ্রিকার দারিদ্রপীড়িত দেশ জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ৯২তম জন্মদিন। এ লক্ষ্যে বেশ জমকালো অনুষ্ঠান করেছে ক্ষমতাসীন দল জানু-পিএফ। দুর্ভিক্ষপীড়িত মাসভিঙ্গো শহরে আয়োজিত হয় তার জন্মদিন। লক্ষণীয় হলো, দেশটির এই শীর্ষনেতার জন্মদিন পালন করতে দলটি নাকি কমপক্ষে আট লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় করেছে। স্থানীয় মুদ্রায় যা ৪২০ কোটি ১৬ লাখ জিম্বাবুয়ান কাউচার (জিকে) সমান।
দেশটির মানুষ যেখানে অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছে সেখানে প্রেসিডেন্টের জন্মদিনে এত অর্থ খরচ করায় বেশ সমালোচনা হচ্ছে। দেশটির প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেইঞ্জ (এমডিসি) এ ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছে। দলটির ভাষায়, ক্ষুধার্ত জনগণের সামনে এ ধরনের অপচয়ের কারণে শাসকদলকে 'লজ্জিত হওয়া' উচিৎ।
সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ অর্থনৈতিক সংকট ও খাদ্যাভাবের মধ্যে দিন কাটাচ্ছে জিম্বাবুয়ে। মুদ্রাস্ফীতি বেশি হওয়ায় দেশটির নিজস্ব মুদ্রা 'প্রায় অচল' হয়ে পড়েছে।
জিম্বাবুয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর মাসভিঙ্গোতে জন্মদিনের ওই অনুষ্ঠান জিম্বাবুয়ের টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়। তার স্ত্রী গ্রেসকে নিয়ে গ্রেট জিম্বাবুয়ে মনুমেন্টের সামনে ৯২টি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুগাবে। অন্তত ১০ হাজার মানুষ প্রেসিডেন্টের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ