যুক্তরাজ্যের একটি ইউনিভার্সিটির ক্যামিকেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তিনি। এমনকি তার অসংখ্য একাডেমিক লেখা প্রকাশিত হয়েছে। পাশাপাশি ছাত্রদের কাছেও বেশ প্রিয় ছিলেন। কিন্তু এই শিক্ষকের আলাদা একটা পরিচয়ও আছে। সেটা সবার আড়ালে এবং অন্য নামে। সেটা হলো পর্ন তারকা।
শিক্ষার্থীদের পড়ানোর সময় একদিন তার এক ছাত্র হঠাৎ আবিষ্কার করলো প্রফেসরকে সে যেন কোন এক পর্ন সিনেমায় দেখেছে। আর যায় কোথায়। ফাঁস হয়ে গেল প্রফেসরের দ্বৈত জীবনের গোপন তথ্য। এমন ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে।
৬১ বছর বয়েসী প্রফেসর নিকোলাস গোডার্ড গত ২৫ বছর ধরে ক্যামিকেল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যাপক। কিন্তু গত ১০ বছর ধরে তার অন্য আর একটি পরিচয় হলো সে পর্ন সিনেমার তারকা। পর্ন জগতে তিনি ওল্ড নিক ছদ্মনামে পরিচিত ছিলেন।
তবে পর্ন তারকা হিসেবে দ্বৈত জীবনযাপনের খবর ফাঁস হয়ে যাওয়ায়, ইউনিভার্সিটির অধ্যাপকের পদ থেকে পদত্যাগ করেছেন গোডার্ড। অবশ্য তার আগে ওল্ড নিকও পর্ন সিনেমা থেকে অবসর নিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব