অভাবের দায়ে ৩০ কেজি ময়দা চুরি করেছিলেন ১১ বছরের এক শিশু। তবে হজম করতে পারেনি। ধরা পড়ার পর শাস্তি তো সে পাবেই। কিন্তু এভাবে! তাকে সবার সামনে বেধড়ক মারা হয়। কিন্তু এতেই বা পুরো গায়ের রাগ মিটল কোথায়! তাই সবার সামনে তাকে মূত্র পান করানো হয়। সম্প্রতি ভারতের উত্তরপ্রেদেশের মীরগঞ্জে এ ঘটনা ঘটে।
থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। এরপর ওই বালকের পরিবার এসডিএমের কাছে গিয়ে পুরো ঘটনার কথা বলে। মীরগঞ্জের পুলিশ অবশ্য এরপর অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৬/মাহবুব