যিনি বছরখানেক আগে নিজের সেনাপ্রধানকে গোলার মুখে উড়িয়ে দিয়েছিলেন হাই তোলার অপরাধে। উত্তর কোরিয়ার সেই একনায়ক কিম জং উন নাকি এবার সেনার হাতেই প্রাণ হারিয়েছেন!
সোমবার এমন একটি খবর ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। উত্তর কোরিয়ার সঙ্গে যেহেতু বাকি বিশ্বের টেলিসংযোগ বিচ্ছিন্ন, তাই খবরের সত্যতা দ্রুত যাচাই করাও আন্তর্জাতিক মিডিয়ার পক্ষে সম্ভব ছিল না। ওই সুযোগে ভাইরাল হয় কিম মৃত্যুর গুজব। পরে অবশ্য জানা যায়, উত্তর কোরিয়ায় কিম জং-এর বিরুদ্ধে সেনা বিদ্রোহের কোনো ঘটনা ঘটেনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো মহল থেকে এই খবর ছড়ানো হয়েছে।
কোরিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কোট করে এক ট্যুইট বার্তায় বলা হয়, কিম জং উন সম্ভবত সেনাঅভ্যুত্থানে মারা গেছেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন এমন একটি সম্ভাবনার খবরও ছড়িয়ে পড়ে।
বিডি-প্রতিদিন/ ০৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন