জাপানের পুরিন নামের একটি কুকুরছানা বড় আকৃতির একটি বলের উপর দৌড়ে বিশ্ব রেকর্ড করেছে। এ বছরের মার্চ মাসে জাপানের ‘জাতীয় কুকুরছানা দিবস’ উপলক্ষে মাত্র ১১.৯ সেকেন্ডে বলের উপর দৌড়ে ১০ মিটার পথ অতিক্রম করে পুরিন। এতে দ্বিতীয়বারের মত ‘গিনেস ওর্য়াল্ড রেকর্ড’ খেতাব অর্জন করে জাপানি উচ্চ প্রতিভাশালী এই কুকুরছানা।
এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে কুকুর হিসাবে গোলকিপিংয়ে দক্ষতা দেখিয়ে গিনেস বুকে প্রথমবারের মত নাম লেখান পুরিন। মাত্র ১ মিনিটে ১৪টি ছোট আকৃতির ফুটবল হস্ত বন্দি করে পূর্বের রেকর্ড ভেঙ্গে দেয় ৯ বছরের এই কুকুরছানা।
এ ব্যাপারে ‘গিনেস ওর্য়াল্ড রেকর্ড’ এর প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডে বলেন, ‘পুরিন তার নিজের দক্ষতায় সুপারস্টার হয়েছে এবং তার অবদানেই দুবার বিশ্ব রেকর্ড অর্জন করতে পেরেছে। জাস্টিন বিবারকে নিয়ে রঙ্গ করে ক্রেইগ আরো বলেন, বিশ্বে জাস্টিন বিবার সবচেয়ে কনিষ্ঠ তারকা হিসাবে ৫ বার রেকর্ড করলেও সে কি এই বলের উপর ১০ মিটার দৌড়াতে পারবে?
বিডি-প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৭