ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আগরার বিজেপি সংসদ সদস্য রামশঙ্কর কাঠেরিয়ার হারিয়ে যাওয়া কুকুর খুঁজছে অখিলেশ যাদবের পুলিশ। তিন দিন হয়েছে রামশঙ্করের বছর দেড়েকের কুকুর 'কালু'কে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তার স্ত্রী মৃদুলা শুক্রবার আগরার হরি পর্বত থানায় কালুর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন। তার বক্তব্য, ‘‘আজম খানের চুরি হওয়া মহিষ যদি পুলিশ খুঁজে দিতে পারে তাহলে কালুকে খুঁজতে কী সমস্যা?’’ তিনি জানিয়েছেন, কালু তাদের পরিবারের অঙ্গ। তার শোকে আরেক কুকুর 'ভোরা' খাওয়া দাওয়া ছেড়েছে।
এদিকে বিরোধীরা আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন। রাজ্যে ভোটের প্রচার শুরু হয়েছে। এখন তো পুলিশের অনেক কাজ, এমন প্রশ্ন করা হলে সংসদ সদস্যের স্ত্রী এ প্রশ্নের কোন উত্তর দেননি।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৬/হিমেল-১৮