দেশ, কাল, ভৌগোলিক সীমারেখাভেদে কত বৈচিত্র্যই না ছড়িয়ে আছে এ বিশ্বে। তেমনই এক ধরনের বৈচিত্র্যময় উৎসব হলো 'মা নেনে'। ইন্দোনেশিয়ার পাহাড়ি এলাকা তোরাজায় বসবাসরত আদিবাসী গোষ্ঠী এ প্রথা পালন করে। এ উৎসবের মূল উপলক্ষ মৃত আত্মীয়স্বজন। প্রতি তিন বছর পরপর সম্মান প্রদর্শনের জন্য মৃত স্বজনের কঙ্কালকে সমাধি থেকে তোলা হয়। এরপর কঙ্কাল পরিষ্কার করে বিয়ের পোশাক পরানো হয়। মরে গেলে হাড় ছাড়া কিছুই থাকে না। তাই মানুষের আকৃতি দিতে আলগা চুল, দাঁত ইত্যাদি লাগানো হয়। মৃত বলে হেলাফেলা অবশ্যই নয়। বেশ সম্মানের সাথেই সম্পন্ন করা হয় সব আয়োজন। সবকিছু পালন হলে আবারো কফিনে করে সমাধিস্থ করা হয় মৃত ব্যক্তিদের।
সম্প্রতি এমন উৎসবের আয়োজন করে তোরাজার একটি পরিবার। সমাধি থেকে তোলা হয় এক সেনা কর্মকর্তাকে। ১০ বছর পর আগে এ পৃথিবীর মায়া ত্যাগ করলেও আজও আত্মীয়স্বজন তার মায়া ত্যাগ করতে পারেননি। তোলা হয় তার মৃত স্ত্রীকেও। জেসায়া টান্ডিবুয়া ও ইয়াকোলিনা নামানডা নামের ওই দম্পতিকে পরে প্রথা মতো বিয়ের পোশাক পরিয়ে দেয়া হয়। হাতে দেয়া হয় বাহারি রঙের ফুলের তোড়া। এ উৎসের পরিবারের সবাই উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান শেষে মৃত স্বজনের সাথে ছবিও তোলেন তারা। সূত্র : দ্য সান
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা