সম্প্রতি পঞ্চম শ্রেণির এক ছাত্রের উপরে যৌন নিপীড়ন এবং মারধর করার অভিযোগ উঠল ভারতের জলপাইগুড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রটির পরিবার। ঘটনার কথা অস্বীকারও করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
লিখিত অভিযোগে ছাত্রের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিজের ঘরে ডেকে নিয়ে ছাত্রটির উপরে যৌন নিপীড়ন চালাতেন স্কুলের প্রিন্সিপাল। সে রাজি না হলে তাকে মারধর করা হত। শুধু তাই নয়- বাড়িতে কিছু না জানানোর জন্যেও ছাত্রটিকে হুমকি দেওয়া হত। সেই কারণেই ভয় পেয়ে ছাত্রটি বাড়িতে এসেও কিছু বলতো না বলে অভিযোগ করেন ছাত্রটির মামা।
অভিযোগ শোনার পরে প্রিন্সিপাল রোনাল্ড পলের দাবি, ‘ছাত্রটি খুব দুরন্ত। স্কুলের কোন শিক্ষকের কথাই শোনে না। যে কারণে তাকে কয়েক দিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। আমরা তার অভিভাবকদের ডেকে বিষয়টি জানিয়েছিলাম।’
এদিকে স্কুল পরিচালন কমিটির সভাপতি মিহির বন্দ্যোপাধ্যায় জানান, ছাত্রটির পরিবারের অভিযোগ খতিয়ে দেখতে স্কুলের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সূত্র: এবেলা
বিডি-প্রতিদিন/এ মজুমদার