উড়ার জন্য কোন লাইসেন্স ছিল না। তবুও একাই সেই ভুতুড়ে পাইলট জেট এয়ারওয়েজের বিমান চালিয়ে ভারতের দিল্লি থেকে বেঙ্গালুরু গিয়ে আবার দিল্লিতে ফিরে এসেছিলেন। পরে আবার দিল্লি থেকে উড়ে বেঙ্গালুরু গিয়ে একটি পরীক্ষাও দিয়ে এসেছিলেন। তবে এতবার আকাশে উড়লেও কোন বারই তার ফ্লাইট রেকর্ড রাখেননি সেই পাইলট। সব রেকর্ড বিমানের ডেটা বক্স থেকে মুছে দিয়েছিলেন তিনি।
এই ‘ভুতুড়ে পাইলট’ মুলত বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের এক জন অন্যতম শীর্ষ কর্মকর্তা। তবে তার পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে।
ওই বিমান সংস্থাটির এক পদস্থ কর্মকর্তা বলেছেন, ‘‘এই ঘটনাটিকে নিরাপত্তা ব্যবস্থার চরম গাফিলতি হিসেবে ধরা হচ্ছে। সব কিছু প্রমাণিত হলে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’’
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০৪